Thursday, February 11, 2016

সময় বিচার বিশ্লেষণ করেই অগ্রসর হওয়া উচিৎ!!!!!!!!!!!!!

"কোন মানুষের যদি সাধন করার মত কিছু মহৎ কাজ থাকে, তাহলে তার সামনে বড় প্রশ্ন জীবন কিংবা মৃত্যু নয় । তার বিবেচনায় একমাত্র বিষয় হওয়া আবশ্যক : অাপন কার্য সাধনে সে কোথাও অন্যায় কিংবা অবিচার এর আশ্রয় গ্রহণ করল কিনা ।"
সক্রেটিসের এই উক্তিকের মনে রেখে আমরা যদি কাজ করি তাহলে , আমাদের উদ্দেশ্যও সাধন হবে আবার কারও ক্ষতিও হবে না । তাই আমাদের কোন কাজ করার সময় বিচার বিশ্লেষণ করেই অগ্রসর হওয়া উচিৎ।
Admin
Mehedi Hasan

No comments:

Post a Comment